ভোলায় কীটনাশক পানের পর গলায় ফাঁস দিলেন যুবক
ভোলার লালমোহন উপজেলায় কীটনাশক পানের পর গরুর রশি গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. রিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।রিয়াজ লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়ন তেগাছিয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে এবং এক সন্তানের জনক। চট্টগ্রামে একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন রিয়াজ।

রিয়াজের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ৩ নভেম্বর বিকেলে রিয়াজ চট্টগ্রাম থেকে প্রথমে শশুর বাড়িতে যান। সেখান গিয়ে তিনি স্ত্রী ও ছেলেকে দেখে সন্ধ্যার দিকে তাঁর বাড়িতে যান। বাড়িতে গিয়ে তিনি কাউকে দেখতে পাননি। মধ্যরাত পর্যন্ত রিয়াজের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা তাকে খোঁজতে শুরু করেন।
এরপর আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির সুপারি বাগানে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ আরো জানায়, রিয়াজ যে জায়গায় আত্মহত্যা করেছে সে জায়গা থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে এবং তাঁর মুখ থেকে প্রচুর পরিমাণে কীটনাশকের গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, কীটনাশক পানের পর রিয়াজ আত্মহত্যা করেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মনে হচ্ছে রিয়াজ কীটনাশক পানের পর আত্মহত্যা করেছে। তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।