কোরিয়া আজ বুধবার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম রোগী শনাক্ত করেছে। নতুন ভাইরাসের স্ট্রেনটি চলমান মহামারীকে আরো বাড়িয়ে তুলতে পারে।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কর্তৃপক্ষ (কেডিসিএ) জানিয়েছে যে, সিউলের পশ্চিমের শহর ইনছন বসবাসকারী ৪০ বছর বয়সী একটি দম্পতি এবং তাদের বন্ধুকে জেনেটিক সিকোয়েন্সিং টেষ্টের মাধ্যমে ওমিক্রন পজেটিভ আসছে।
কেডিসিএ আরো জানিয়েছে, ওমিক্রন সন্দেহে আরো তিন জনের জেনেটিক সিকোয়েন্সিং পরীক্ষা করা হয়েছে যাদের ফলাফল আগামী শনিবার পর্যন্ত পাওয়া যাবে।
উক্ত দম্পতি ভ্যাকসিনের দুই ডোজ সম্পূর্ণ করে নভেম্বরের ১৪ থেকে ২৩ তারিখ পর্যন্ত নাইজেরিয়াতে ভ্রমণ করছিলো এবং কোরিয়াতে প্রবেশের পর কোভিড-১৯ পজেটিভ হয়েছিল গত বৃহস্পতিবার এবং তাদের সন্তান ও বন্ধু কোভিড-১৯ পজেটিভ হয়েছিল মঙ্গলবার। (ইয়নহাপ)
নিউজ: The Korea Times
Leave a Reply