একবার নবিজি (সাঃ)কে খুবই প্রফুল্ল দেখে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসুলাল্লাহ

একবার নবিজি (সাঃ)কে খুবই প্রফুল্ল দেখে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি তো খুবই খোশ মেজাজে আছেন, আমার জন্য এখন একটু দুআ করুন না.!

একবার নবিজি (সাঃ)কে খুবই প্রফুল্ল দেখে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসুলাল্লাহ
একবার নবিজি (সাঃ)কে খুবই প্রফুল্ল দেখে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসুলাল্লাহ

আয়িশা (রাঃ) এমন আবদারে মুচকি হেসে রাসুল (সাঃ)আল্লাহকে বলতে লাগলেন -ইয়া আল্লাহ্, আয়িশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়িশা পরে করবে এমন সকল গুনাহও আপনি ক্ষমা করে দিন। আয়িশা প্রকাশ্যে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়িশা গোপনে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন। আয়িশা বুঝে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন, না-বুঝে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন।

নবিজি (সাঃ) এর মুখে নিজের জন্য এত সুন্দর দু'আ শুনে খুশিতে আয়িশা (রাঃ) আত্মহারা। আম্মাজান আয়িশা (রাঃ) কে খুশি হতে দেখে প্রীত হলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও।

তিনি জিজ্ঞেস করলেন, 'আয়িশা, আমার দু'আয় তুমি খুশি হয়েছো.? আয়িশা (রাঃ) বললেন, 'আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসুলাল্লাহ।'

তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জানো আয়িশা! তোমার জন্য যে দু'আ করলাম, ঠিক একই দুআ প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উম্মতের জন্যই করি।

(সহিহু ইবনি হিব্বান ৭১১১; মুসনাদুল বাযযার ২৬৫৮)