ভোলায় জমিয়াতুল মোদাররেছীনের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রনয়ণ সহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় জমিয়াতুল মোদাররেছীনের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভোলায় জমিয়াতুল মোদাররেছীনের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সোমবার (১৪ নভেম্বর)  সকাল সাড়ে ১০ টায় ভোলা শহরের কে-জাহান শপিং কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি মো.আবদুল খালেক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম এর উদ্যোগে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন ৯১ ভাগ মুসলিম দেশে পাশ্চাত্য ও দেব-দেবীর বিশ্বাস ও তাদের আরাধনার শিক্ষা সংস্কৃতির আদলে তৈরি বইগুলো স্কুলের জন্যও উপযোগী নয়। মাদ্রাসার এসকল বই পাঠ্যপুস্কক হিসেবে গ্রহন ও ব্যবহারের প্রশ্নেই আসেনা।

এধরনের পাঠ্যপুস্তক মাদরাসায় পাঠদানের জন্য শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রেরিত এবং নির্দেশিত হলে, মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর সকল অর্জনকে ম্লান করে দিবে, যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জেলা নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।